প্রেসবিজ্ঞপ্তি :-
চট্টগ্রাম নগরীর গুরুত্বপূর্ণ সড়ক হিসেবে খ্যাত পোর্ট কানেকটিং রোড বাঙালী জাতির অবিসাংবাদিত নেতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এবং আগ্রাবাদ এক্সেস রোড চসিক সাবেক মেয়র আলহাজ্ব এ.বি.এম.মহিউদ্দিন চৌধুরী নামে নামকরণের
সিদ্ধান্ত গৃহীত হয়। এই সিদ্ধান্তানুযায়ি চসিক সাধারণ সভায় নগরীর অন্যতম গুরুত্বপূর্ণ সড়কের ৫ দশমিক ৭কিঃ মিটার দীর্ঘ এবং ১২০ ফুট প্রশস্থ নিমতলা থেকে অলংকার মোড় পর্যন্ত পোর্ট কানেকটিং জাতির জনক বঙ্গবন্ধু সড়ক এবং ২ দশমিক ২ কিঃ মিটার দীর্ঘ ১২০ ফুট প্রশস্থ বাদামতলী থেকে বড়পুল পর্যন্ত আগ্রাবাদ এক্সেস রোড আলহাজ্ব এ.বি.এম মহিউদ্দিন চৌধুরীর নামে নামকরণ করা হয় । এছাড়া পিসিরোড বড়পুল জংশনে বঙ্গবন্ধু ম্যুারাল স্থাপন করা হবে । সোমবার দুপুরে চট্টগ্রাম সিটি কর্পোরেশন মিলনায়তনে চসিক ৫ম নির্বাচিত পরিষদের ৪৬তম সাধারণ সভায় সর্বসম্মতিক্রমে এই সিদ্ধান্ত গ্রহন করা হয়। সভায় সভাপতিত্ব করেন চট্টগ্রাম সিটি কর্পোরেশনের মেয়র আলহাজ্ব আ.জ.ম.নাছির উদ্দীন। সভায় চসিক প্যানেল মেয়র,কাউন্সিলর,সংরক্ষিত ওয়ার্ড কাউন্সিলর,চসিক প্রধান নিবার্হী কর্মকর্তা মোহাম্মদ সামশুদ্দোহা,প্রধান প্রকৌশলী লেঃকর্ণেল মহিউদ্দিন আহমদ,প্রধান রাজস্ব কর্মকর্তা মুফিদুল আলমসহ নগরীর সরকারী ও স্বায়ত্বশাসিত প্রতিষ্ঠানের পদস্থ কর্মকর্তাগন উপস্থিত ছিলেন।
সভায় সঞ্চলনায় ছিলেন চসিক সচিব আবু সাহেদ চৌধুরী। সভাপতির বক্তব্যে সিটি মেয়র বলেন পোর্ট কানেকটিং রোড বন্দরের সাথে সারা দেশকে যুক্ত করেছে। এই রোড বন্দরের অর্থনীতির মুল চালিকা শক্তি। আর চট্টগ্রাম বন্দর হলো দেশের
অর্থনীতির প্রাণ। তাই সড়কটি জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের নামে নামকরণের উদ্যোগ নিয়েছে চসিক। অপরদিকে নগরীর আগ্রাবাদ এক্সসেস রোডটি প্রয়াত জননেতা তিন তিন বারের সফল মেয়র বীর মুক্তিযোদ্ধা আলহাজ্ব
এ.বি.এম.মহিউদ্দিন চৌধুরীর নামে নামকরণের কথা উল্লেখ করে সিটি মেয়র বলেন তিনি ছিলেন আমাদের সকলের অভিভাবক। চট্টগ্রাম নগর শিক্ষা,স্বাস্থ্য,পরিচ্ছন্নতা ও নগর অবকাঠামোগত উন্নয়নসহ বিভিন্ন ক্ষেত্রে তাঁর অনেক অবদান রয়েছে। তিনি ছিলেন একজন খাঁটি চট্টল প্রেমিক মানুষ। তিনি চট্টগ্রামের মাটি ও মানুষকে মনে প্রাণে ভালবাসতেন। এই প্রয়াত নেতা বাংলাদেশ আওয়ামী লীগ এবং চট্টগ্রামবাসীর জন্য সব সময় নিজেকে উজাড় করে দিয়ে গেছেন। প্রয়াত এই জননেতার স্মৃতি রক্ষায় কিছু করতে পারলে আমি মেয়র হিসেবে নিজকে ধন্য মনে করি। এছাড়া সভায় অলংকার মোড় শেখ রাসেল এবং লালদীঘির ময়দানকে ৬ দফা চত্বর হিসেবে নামকরণের সিদ্ধান্ত নেয়া হয়। এব্যাপারে মন্ত্রণালয়ের অনুমোদনের জন্য শিঘ্রই পত্র প্রেরণ করা হবে বলে সিটি মেয়র সভাকে অবহিত করেন।