জুনায়েদ হাসানঃ-
আজ শহীদ নূর হোসেন দিবস। ১৯৮৭ সালের এদিনে তৎকালীন স্বৈরশাসক হুসেইন মুহাম্মদ এরশাদ সরকার বিরোধী আন্দোলন চলাকালে রাজধানীর জিরো পয়েন্ট এলাকায় গুলিবিদ্ধ হয়ে শহীদ হন নূর হোসেন।
মৃত্যুর পর নূর হোসেনের প্রতি শ্রদ্ধা জানিয়ে ১০ নভেম্বরকে শহীদ নূর হোসেন দিবস ঘোষণা করা হয়।
দিবসটি উপলক্ষে আজ বিকেলে চট্টগ্রাম কেন্দ্রীয় শহীদ মিনারে পুস্পস্তবক অর্পণের মাধ্যমে শ্রদ্ধাঞ্জলি নিবেদন করেন জাতীয় শ্রমীক লীগ চট্টগ্রাম মহানগর ।
এসময় উপস্থিত ছিলেন জাতীয় শ্রমীক লীগ চট্টগ্রাম মহানগরের সাংগঠনিক সম্পাদক নুর মোহাম্মদ, চকবাজার শাখার সিনিয়র সহ সভাপতি এইচ এম এম আমজাদ হোসেন, সাধারন সম্পাদক মোঃ শাহাজান, প্রচার ও প্রকাশনা সম্পাদক মাসুদুর রহমান, সাংগঠনিক সম্পাদক ফরহাদ আব্দুস সালাম, যুগ্ম সম্পাদক পারভেজ আলম, কোতয়ালী শাখার সা; সম্পাদক নুর হোসেন বুলু,সিনিয়র সহ সভাপতি আমজাদ হোসেন, বাকলিয়া শাখার সাঃ সম্পাদক রাসেদ সোলেমান সহ খুলশি ও পাচলাইশ শাখার অন্যান্য নেতৃবৃন্দ।