নিজস্ব প্রতিবেদকঃ-
নগরীতে ডোর টু ডোর ময়লা-আবর্জনা পরিস্কার কাজে নিয়োজিত শ্রমিকরা ঠিকঠাক মত দায়িত্ব পালন না করলে তাদের নিয়োগ বাতিল করা হবে বলে জানিয়েছেন চট্টগ্রাম সিটি কর্পোরেশনের প্রশাসক আলহাজ্ব মোহাম্মদ খোরশেদ আলম সুজন । নগরবাসীর গণস্বাক্ষাতের অভিযোগের জবাবে প্রশাসক সুজন এ কথা বলেন।
অভিযোগকারী ওই ব্যক্তি লালখান বাজার পোড়া কলোনী এলাকায় মাদ্রাসা, নালার আবর্জনা তুলে যত্রতত্র দীর্ঘ সময় উন্মুক্ত ভাবে ফেলে রাখা হয় বলে প্রশাসককে জানান।
প্রশাসক বলেন, কর্পোরেশন ১২’শ কোটি টাকা দেনার দায় নিয়ে ডুবে আছে। মাসে ডোর টু ডোর শ্রমিকদের বেতন খাতে কর্পোরেশনের ২ কোটি ৪০ লাখ টাকা ব্যয় হয়। এরপরও নগরবাসী ময়লা-আবর্জনা পরিস্কার হচ্ছেনা বলে আমাকে প্রায়শ অভিযোগ করেন। এ ধরণের অভিযোগ কাম্য হতে পারে না।
তিনি আজ সকালে নগরীর আন্দরকিল্লাস্থ পুরনো নগর ভবনে তাঁর দপ্তরে নগরবাসীর সাথে গণস্বাক্ষাত দেয়া কালে লালখান বাজার ওয়ার্ডের এক অধিবাসীর অভিযোগের জবাবে একথা বলেন। এ সময় প্রশাসকের একান্ত সচিব মুহাম্মদ আবূুল হাশেম প্রশাসকের সাথে ছিলেন।
প্রশাসক সুজন অভিযোগ পেয়ে তাৎক্ষণিক ওই এলাকার সব ময়লা-আবর্জনা পরিস্কারে অতিরিক্ত প্রধান
পরিচ্ছন্ন কর্মকর্তা মোরশেদুল আলম চৌধুরীকে ব্যবস্থা নেয়ার নির্দেশ দেন। প্রশাসকের স্বাক্ষাতপ্রার্থীদের মধ্যে শিক্ষক, মুত্যবরণকারী কর্পোরেশনের কর্মচারীর পরিবারের সদস্য, সমাজসেবক, রাজনীতিক, কর্পোরেশনের ঠিকাদার, পরিবহন মালিক, দোকান মালিক সমিতির নেতৃবৃন্দ ছিলেন।