নিজস্ব প্রতিবেদকঃ-
চট্টগ্রাম নগরীর পতেঙ্গা থানাধীন বিমান বন্দর সড়কের ১৫নং ঘাটের যাত্রী চলাচলের রাস্তা অবৈধভাবে দখল করে গড়ে উঠা ৩টি দোকান উচ্ছেদ করে ঘাটের রাস্তা অবৈধ দখলমুক্ত করেছে চট্টগ্রাম সিটি কর্পোরেশন ভ্রাম্যমাণ আদালত। বুধবার সকালে নির্বাহী ম্যাজিস্ট্রেট মারুফা বেগম নেলী স্পেশাল ম্যাজিস্ট্রেট (যুগ্ম জেলা ও দায়রা জজ) জাহানারা ফেরদৌস এর নেতৃত্বে এই উচ্ছেদ অভিযান চালানো হয়।
একই অভিযানে শাহ আমানত আন্তর্জাতিক বিমান বন্দর থেকে বোট ক্লাব পর্যন্ত বিমান বন্দর সড়কের উভয়
পার্শ্বে ফুটপাত থেকে অবৈধ দোকানপাট অপসারণ করে ভ্রাম্যমাণ আদালত। এসময় ব্যবসা প্রতিষ্ঠানের পণ্য সামগ্রী ফুটপাতের উপর রেখে জনদুর্ভোগ সৃষ্টির দায়ে পাঁচটি ব্যবসা প্রতিষ্ঠানকে ১০ হাজার টাকা জরিমানা করা হয়।