চট্টগ্রাম মহানগর ২১ নং জামাল খান ওয়ার্ড,যুবলীগ এর আওতাদীন,কাজি পাড়া যুবলীগের উদ্যেগে, ওয়ার্ড যুবলীগ নেতা গোলাম হায়দারের সভাপত্বিে নুর ইসলাম ও নজরুল ইসলাম ইমুর যৌত পরিচালনায় যুবলীগের ৪৮তম প্রতিষ্ঠা বার্ষিকী উদযাপন করা হয়।
এতে প্রধান অতিথি ছিলেন ২১ নং জামাল খান ওয়ার্ড যুবলীগ এর আহবায়ক মোঃ আইয়ুব। আরো উপস্থিত ছিলেন,নুরুল আমিন টুকু,হুমায়ন কবির মাসুদ, মোঃ আজিম উদ্দিন,ইকবাল আহমেদ ইমু,সিজার বড়ুয়া,সফিকুল আলাম,জাহেদুল ইসলাম চৌধুরীর, মন্জু,শফিকুল ইসলাম,ইসমাইল উদ্দিন লিটন,, মোরশেদ কুতুবী,রাশেদ শরীফ,মোঃ বাবলু,মোঃ মুন্না,মনির হোসেন,,মোঃ আবদুল কাদের রাজু, মনির হোসেন,শ্রমিক লীগের পক্ষে থেকে বাহার, বেলাল শফি,উল্লা,মানিক প্রমুখ।
এসময় কেক কাটার মধ্যে দিয়ে অনুষ্ঠান সমাপ্ত করা হয়।
সংবাদ বিজ্ঞপ্তি