মোহাম্মদ আব্দুল গফুর :-
এদেশের একজন নাগরিক হিসাবে দেশ ও দশের খবর রাখা দায়িত্ব বলে মনে করেন নিয়মিত পত্রিকা পড়ুয়া এই বৃদ্ধ রিক্সা চালক।
রিক্সা চালক বৃদ্ধকে এভাবে পত্রিকা পড়তে দেখে অনেকেই কৌতুহল নিয়ে দাড়িয়ে দেখেন। অনেকেই আবার বৃদ্ধকে বিভিন্ন প্রশ্ন করে জানতে চান অনেক কিছুই । বৃদ্ধও হাসি মুখে তার উত্তরে সবার সামনে তুলে ধরেন তার জীবনের গল্প , তুলে ধরেন দেশ – বিদেশের নানা ইতিহাস ও ঘটনা।
পত্রিকা পড়ার বিষয়ে বৃদ্ধ বলেন, ছোট বেলায় স্কুলে গিয়েছি,লিখা পড়া শিখেছি, এখন রিক্সা চালাই । তবে শিক্ষার আদর্শ ও লিখা পড়ার চর্চা যতটুকু সম্ভব ধরে রাখার চেষ্টা করেছি এখনো করছি। বৃদ্ধ বলেন, পত্রিকা না পড়ে আমি থাকতে পারিনা । প্রতিদিনই একটা পত্রিকা কিনি, রিক্সা চালানোর ফাঁকে বিশ্রামও করি পত্রিকাও পড়ি। তবে লিখাগুলো আগের মতো চোখে দেখিনা।
বৃদ্ধের সাথে কথা বলে জানাগেছে, তিনি চট্টগ্রাম আকবরশাহ থানার, আকবরশাহ এলাকায় বসবাস করেন। তিনি স্থায়ী ভাবে রংপুর জেলার বাসিন্দা। তবে বৃদ্ধ তার নামটি তখন কি বলেছিল এই মুহুর্তে তা জানা নেই ।