মোঃ নাসিম,( নাচোল,চাঁপাইনবাবগঞ্জ) :-
চাঁপাইনবাবগঞ্জের নাচোলে চোলাই মদ পান করে রাতের আঁধারে এক গৃহবধূর শ্লীলতাহানির চেষ্টাকালে গ্রামবাসীর গণধোলাই খেয়ে পুলিশের হাতে আটক হয়েছে এক যুবক। আটক বাইরুল ইসলাম (২৮) নাচোল উপজেলার ফতেপুর ইউপির কুসমাডাঙ্গা গ্রামের তাজামুল ইসলামের ছেলে।
পুলিশ ও এলাকাবাসি জানায়, শুক্রবার (৫ জুলাই) দিবাগত রাত দেড়টার দিকে উপজেলার ফতেপুর ইউনিয়নের কুসমাডাঙ্গা গ্রামের তাজামুল ইসলামের ছেলে বাইরুল ইসলাম (২৮) চোলাই মদ পান করে এলাকায় মাতলামি করতে থাকে। এক পর্যায়ে বাইরুল একই গ্রামের শাহালালের ঘরে ঢুকে পড়ে। এসময় শাহালাল ও তার স্ত্রী ঘুমিয়ে ছিলেন। বাইরুল শাহালালের স্ত্রীর শরীরে হাত দিলে স্বামী-স্ত্রীর ঘুম ভেঙ্গে যায়। শাহালাল বাইরুলকে আটক করে গ্রামবাসীর সহাতায় নাচোল থানা পুলিশকে খবর দেয়। তবে তার আগে এলাকাবাসি বাইরুলকে গণধোলাই দেয়। নাচোল থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে রাতেই বাইরুলকে আটক করে থানায় নিয়ে যায়।
নাচোল থানার পরিদর্শক (তদন্ত) মিন্টু রহমান ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, আটক বাইরুল ইসলামকে মামলা দিয়ে আদালতের মাধ্যমে শনিবার (৬ জুলাই) জেলহাজতে পাঠানো হয়েছে।