নিজস্ব প্রতিবেদক :-
দক্ষিণ চট্টগ্রামের বিভিন্ন উপজেলায় স্মরণকালের ভয়াবহ বন্যায় বিপদে পড়েছে হাজার হাজার মানুষ। শিশু বৃদ্ধ সহ অসংখ্য ঘরবাড়ি ডুবেছে প্রবল বর্ষণে।তাদের পাশে সহায়তার হাত বাড়িয়ে দিয়েছে “প্রিয় বাংলাদেশ 🇧🇩” নামের এই সংগঠন।
প্রিয় বাংলাদেশের একটি গ্রুপ ২০ জুলাই শনিবার চন্দনাইশ উপজেলার বিভিন্ন ইউনিয়নে ঘুরে তথ্য সংগ্রহ করেন। সাথে ছিলেন চন্দনাইশ উপজেলার ৪ নং বরকল ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মুহাম্মদ হাবীবুর রহমান।এরপর অসহায় মানুষদের মাঝে ত্রাণ বিতরণ করা হয়।
এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের (চট্টগ্রাম ১৪ নং)চন্দনাইশ আসনের সংসদ সদস্য বীর মুক্তিযোদ্ধা নজরুল ইসলাম চৌধুরী । বিশেষ অতিথি ছিলেন ৪ নং বরকল ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা হাবীবুর রহমান চৌধুরী, সাংবাদিক এডভোকেট দেলায়ার হোসেন, যুব নেতা আনছারুল হক।
এতে প্রিয় বাংলাদেশ 🇧🇩 পরিবারের পক্ষ থেকে উপস্থিত ছিলেন চৌধুরী আনোয়ারুল আজিম, মুহাম্মদ শাহজাহান, আবদুল আলিম রানা, নুরুন্নবী, মুহাম্মদ হাবিব, মুহাম্মদ হাসান, নীল জামশেদসহ অন্যান্য সদস্যবৃন্দ।
নানান প্রতিকূল অবস্থায় যখন কিছু মানুষের শেষসম্বল নিজের বাড়িঘর বন্যায় প্লাবিত হয় ও সাময়িক দুঃখকষ্টে জর্জরিত হয়, ঠিক তখনি প্রিয় বাংলাদেশ 🇧🇩 সংগঠনের সদস্যরা দুস্থ গরিব, অসুস্থ মানুষের জন্য অক্লান্ত পরিশ্রম করে যাচ্ছে।