২২ ই জুলাই সোমবার স্বেচ্ছাসেবী ও সামাজিক সংগঠন হিউম্যানিটি ফাউন্ডেশন বাংলাদেশের মুখপাত্র লায়ন ইঞ্জিনিয়ার হাফিজুর রহমানের সভাপতিত্বে সিআরবি মোড় (তাসফিয়া গার্ডেন) এ একটি জরুরী সভা অনুষ্ঠিত হয়।এতে রোখসানা আক্তারুন্নবী কে আহ্বায়ক এবং হাফিজুল ইসলাম হেলালকে সদস্য সচিব করে হিউম্যানিটি ফাউন্ডেশন বাংলাদেশের একটি আহ্বায়ক কমিটি ঘোষণা করেন লায়ন ইঞ্জিনিয়ার হাফিজুর রহমান।
এতে যুগ্ম সচিব হিসেবে দায়িত্ব দেয়া হয় নবুয়ত আরা সিদ্দিকা রকি এবং মোহাম্মদ খোকনকে।
এতে সিনিয়র সদস্য হিসেবে দায়িত্ব পান লিও নাসরিন তমা,মিনহাজ চৌধুরী,শাহ নেওয়াজ স্বাধীন,মোহাম্মদ রুবেল খান,আহমেদ সাব্বির,লিও ইসরাত জাহান প্রমুখ।
এসময় সভায় সিদ্ধান্ত হয়, পরবর্তী মিটিংয়ে সময়সূচী মেনে চলা, মানবতাবাদী সকল কাজে সদস্যদের এগিয়ে থাকা, কার্জকরী কমিটির জন্য সকল সিনিয়র জুনিয়র মেম্বারদের এগিয়ে আসা।
দায়িত্বশীল ভূমিকায় সকলের প্রতি সকলকে দৃড় প্রত্যয় থাকা। ইত্যাদি।
সভায় উপস্থিত ছিলেন কাজী আফতাবুল ইসলাম,মাসুম বিল্লাহ ভূঁইয়া, সাইয়েদ ইসলাম মঞ্জু প্রমুখ।