নিজস্ব প্রতিবেক:-
চট্টগ্রাম নগরীর আগ্রাবাদ সাউথল্যান্ড সেন্টারের দোকান মালিক,ব্যবসায়ী ও কর্মচারীদের সমন্বয়ে সাউথল্যান্ড সেন্টার এর মালিক লতিফ আনোয়ার চৌধুরী কর্তৃক মার্কেটের সীড়ি দখল করে অবৈধ দোকান নির্মানের প্রতিবাদে এক প্রতিবাদ সমাবেশ ও মানববন্ধন অনুষ্ঠিত হয়। মংগলবার ২৩ জুলাই বিকেল ৩ টায় মার্কেটের সামনে এই মানববন্ধন কর্মসূচি অনুষ্ঠিত হয়।
উক্ত মানববন্ধনে মার্কেট ব্যবসায়ী ও মালিক সমিতির সভাপতি সীজল মিষ্টি কোম্পানি এর মালিক নুরুল আলম, সাধারন সম্পাদক জামাল ভূঁইয়া ও ব্যবসায়ী নেতারা বক্তব্য প্রদান করেন।
এসময় বক্তারা মালিকের এমন জঘন্য ও নেক্কারজনক কাজ অনতিবিলম্বে বন্ধ ও নির্মিত দোকান ভেঙ্গে ফেলার দাবী জানান।
জানা যায়, মার্কেটটি যখন বরাদ্দ দেওয়া হয়েছিল, তখন সিডিএ এর অনুমোদিত নকশায় এই সিডির নিছে কোন দোকান এর ছিল না। এটি মুলত ব্যবসী ও গ্রাহকদের চলাচলের জন্য রাখা হয়েছিল। লতিফ আনোয়ার চৌধুরী এখন এটি জোর করে দখল নিয়ে মার্কেটটিকে পরিকল্পিত ভাবে ধ্বংস করার পরিকল্পনা করছে বলে বক্তারা দাবী করেন।
এসময় মার্কেট সমিতির সভাপতি ও সাধারন সম্পাদক সিডিএ এর অনুমোদিত নকশা ও ইতিপূর্বে লতিফ আনোয়ার চৌধুরীর দেওয়া ছুলেনামাও উপস্থিত সাংবাদিকদের দেখান।
এই মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশ সম্পর্কে লতিফ আনোয়ার চৌধুরীর বক্তব্য নিতে তার মোবাইলে বার বার কল দিয়েও পাওয়া যায়নি এবং মার্কেটের ১১তলায় তার নিজের অফিসে গিয়েও কোন হদিস মিলেনি।
মানববন্ধন শেষে বক্তারা এই দাবী আদায়ের জন্য প্রয়োজনীয় আইনি পদক্ষেপ নিবেন বলেও সাংবাদিকদের জানান।