নিজস্ব প্রতিবেদক:-
চট্টগ্রামে গঠিত মানবতাবাদী ও স্বেচ্ছাসেবী সংগঠন প্রিয় বাংলাদেশ সামাজিক ও সাংগঠনিকভাবে সমাজ সেবায় বিশেষ অবদান রাখায়, বাংলাদেশ মানবাধিকার কাউন্সিল কর্তৃক সম্মাননা স্মারক অর্জন করেন। ৩০ জুলাই মংগলবার বিকেল ৫ টায় চট্টগ্রাম থিয়েটার ইনস্টিটিউট হলে এই সম্মাননা স্মারক তুলে দেন, বাংলাদেশ মানবাধিকার কাউন্সিল এর সম্মানিত চেয়ারম্যান ও সাবেক সচিব ড.ফরিদ উদ্দীন ফরীদ, চট্রগ্রাম বিশ্ববিদ্যালয়ের উপাচার্য ড. শিরীন আক্তার এবং মানবাধিকার কাউন্সিল চট্টগ্রাম জেলা কমিটির সভাপতি বিশিষ্ট শিল্পপতি ছৈয়দ নজরুল ইসলাম।
প্রিয় বাংলাদেশের পক্ষে এই মুল্যবান স্মারক গ্রহন করেন সংগঠনের এডমিন ইন্জিনিয়ার জহিরুল ইসলাম ও শাহজাহান।
এর আগে প্রিয় বাংলাদেশের পক্ষ থেকে বাংলাদেশ মানবাধিকার কাউন্সিল এর চেয়ারম্যানকে ফুল দিয়ে বরণ করেন প্রিয় বাংলাদেশের এডমিন জহিরুল ইসলাম, আনোয়ারুল আজিম চৌধুরী, শাহজাহান ও হাসান, সাংবাদিক সুমন শাহ্ সহ অন্যান্যরা।
প্রিয় বাংলাদেশের এই অর্জন সম্পর্কে সংগঠনটির এডমিন আনোয়ারুল আজিম চৌধুরী মাসুদ শুভ সকালকে জানান, ” শোকরিয়া আলহামদুলিল্লাহ, সংগঠন কিংবা ব্যক্তি নয় কাজেই পরিচয়। আমরা এই অর্জন আমাদের সকল সদস্য ও আমাদের শুভাকাঙ্ক্ষীদের উৎসর্গ করলাম। প্রিয় বাংলাদেশ সমাজের অসহায় ও নিপীড়িত জনগণের অধিকার ও তাদের জীবনমান উন্নয়নের লক্ষ নিয়ে কাজ করে যাচ্ছে। ইনশাআল্লাহ, আমরা বাংলাদেশর প্রতিটি জেলায় আমাদের এই মহৎ কাজ ছড়িয়ে দিতে চাই। তিনি সমাজের বিত্তবানদের সমাজিক কাজ এগিয়ে নিতে নিজ নিজ স্থান থেকে এগিয়ে আসার আহ্বান জানান”।
এসময় সংগঠনটির এডমিন আব্দুল আলিম রানা, শাহজাহান, আনোয়ারুল আজিম চৌধুরী মাসুদ, ইন্জিনিয়ার জহিরুল ইসলাম,মোঃ হাসান, সাংবাদিক সুমন শাহ্ সহ অন্যান্যরা উপস্থিত ছিলেন।