সাবেক ছাত্রনেতা ও ক্রীড়া সংগঠন ব্রাদার্স ইউনিয়নের পরিচালক মোহাম্মদ আলী তালুকদারকে বাংলাদেশ আওয়ামী লীগ কেন্দ্রীয় উপ-কমিটির ধর্ম বিষয়ক সদস্য মনোনীত করা হয়েছে। গত ০২ সেপ্টেম্বর বাংলাদেশ আওয়ামী লীগ কেন্দ্রীয় কমিটির উপদেষ্টা মণ্ডলীর সদস্য ও ধর্ম বিষয়ক উপ-কমিটির সভাপতি খন্দকার
গোলাম মাওলা নকশেবন্দী স্বাক্ষরিত এক চিঠিতে বিষয়টি নিশ্চিত করা হয়।
মোহাম্মদ আলী তালুকদার ১৫নং বাগমনিরাম ওয়ার্ড নিবাসী, পিতা-মৃত আমিন শরীফ তালুকদার, মাতা- মৃত কাজলা বেগমের কনিষ্ঠ সন্তান। তিনি
রাজনৈতিক কর্মকান্ড ছাড়াও ক্রীড়া, সামাজিক সংগঠন বঙ্গবন্ধু সাংস্কৃতিক জোট চট্টগ্রাম জেলার সহ সভাপতি ও মুক্তিযুদ্ধের চেতনা বাস্তবায়নে ছাত্রজীবন থেকে রাজপথে কাজ করে যাচ্ছেন। প্রধানমন্ত্রী শেখ হাসিনার সামগ্রিক উন্নয়নে যথাযথ ভূমিকা পালনে সংগঠনকে শক্তিশালী করতে সর্বাত্মক চেষ্টা চালিয়ে যাবার অঙ্গিকার ব্যক্ত করেন।
প্রেস বিজ্ঞপ্তি :