মো: রায়হানুল ইসলাম:-
চট্টগ্রাম নগরীর অলংকার মোড় থেকে শুক্রবার রাত আনুমানিক দুইটায় মামুন নামের এক সন্ত্রাসীকে গ্রেফতার করে পাহাড়তলী থানার অভিযান টিম।
পাহাড়তলী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মইনুর রহমানের নেতৃত্বে এস আই আব্দুল্লাহ আল মাসুদ, এএস আই অতনু, ফজলু বারী সঙ্গীয় ফোর্স ইসমাইল, সবুজ সহ বিশেষ অভিযান পরিচালনা করে সন্ত্রাসী মামুনের কাছ থেকে আটটি মুঠোফোন ও একটি ধারালো চাকুসহ তাকে গ্রেফতার করে। গ্রেফতারকৃত আসামি মামুনকে প্রাথমিক জিজ্ঞাসাবাদে বলে, বারো আউলিয়া তার আরো সঙ্গী রয়েছে। এ সুুুত্র ধরে পাহাড়তলী থানার অভিযান টিম পরের দিন মামুনকে নিয়ে বারো আউলিয়া অভিযান চালায়, সেখান থেকে আরো দুজনকে আটক করে। গ্রেফতারকৃতরা হলেন,ফরহাদ রানা ও হৃদয়। তাদের কাছ থেকেও আরো বারোটি মোবাইল ফোন, ধারালো চাকু উদ্ধার করা হয়। আটককৃত সন্ত্রাসীরা জানিয়েছেন তারা বিভিন্ন বিয়ের ক্লাবে, মার্কেটে,বাস ষ্ট্যান্ডে আরো জনবহুল এলাকাতে সন্ত্রাসী কার্যকলাপ চালায়।তাদের গড ফাদার মিরাজ হোসেন প্রকাশ মিরু।
বাকী সহযোগী দের গ্রেফতার করার চেষ্টা অব্যহত আছে বলে জানিয়েছেন পাহাড়তলী থানার অভিযান টিম।