বাংলাদেশ হরিজন ঐক্য পরিষদ চট্টগ্রাম মহানগর কমিটির উদ্যোগে ২ দিন ব্যাপি কর্মশালা শেষ হয়েছে। চট্টগ্রাম সিটি কর্পোরেশন কে বি আবদুচ ছত্তার মিলনায়তনে শুক্রবার সকালে সিটি মেয়র আলহাজ্ব আ জ ম নাছির উদ্দীন এ কর্মশালার উদ্বোধন করেন। বাংলাদেশ হরিজন ঐক্য পরিষদ চট্টগ্রাম মহানগর কমিটি আয়োজিত কর্মশালায় ৩১ জন নির্বাহী সদস্য অংশগ্রহন করে। নেতৃত্ব বিকাশে
কর্মশালায় অংশগ্রহনকারীদের উদ্দেশ্যে বিভিন্ন বিষয়ে আলোকপাত করে বক্তব্য রাখেন কেন্দ্রীয় কমিটির সভাপতি কৃষ্ণ লাল, সাংগঠনিক সম্পাদক পান্না লাল, মহানগর কমিটির উপদেষ্টা ব্যানার্জি ও ভোলা সর্দ্দার।
এই সময় মহানগর কমিটির সভাপতি, সাধারণ সম্পাদকসহ কমিটির নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। কর্মশালায় সেবকদের উন্নতর এবং আরামদায়ক পরিবেশে বসবাসের জন্য নিমিতব্য ভবনের সুযোগ
সুবিধার কথা তাদেরকে অবহিত করে সিটি মেয়র বলেন, “পরিচ্ছন্ন কর্মী নিবাস নির্মাণ” কাজ ইতোমধ্যে শুরু হয়েছে। তাদের জন্য অস্থায়ী শেড নির্মাণ কাজও শুরু হয়েছে। প্রধানমন্ত্র্রীর আন্তরিক সদিচ্ছায় এই ভবণগুলো নির্মিত হচ্ছে উল্লেখ
করে মেয়র বলেন ১৪তলা বিশিষ্ট এ সাতটি ভবন তৈরীতে চসিকের ২শত ৩১ কোটি ৪২লাখ ৬৫ হাজার টাকা ব্যয় হবে। পাথরঘাটা সেবক কলোনীতে ৩টি,জামালখান ঝাউতলা সেবক কলোনীতে ২টি, ফিরিঙ্গীবাজার সেবক কলোনীতে ১টি ও সাগরিকায় ১টি ভবন নির্মিত হবে। প্রতিটি ভবণ হবে ১৪তলা বিশিষ্ট।এই ভবনগুলোতে সর্বমোট ১৩০৯টি ফ্ল্যাট হবে। প্রতিটি ফ্ল্যাট এর আয়তন কমন স্পেসসহ হবে ৬০৫ বর্গফুট। এই বর্গফুটের মধ্যে থাকবে ২ বেডরুম,১টি ড্রয়িং কাম ডাইনিং,টয়লেট, ওয়াস এবং ২ লিফট, জেনারেটর কমনস্পেস,। এছাড়াও প্রতিটি ভবণের নিচে শিক্ষা প্রতিষ্টান,পূজা পবণ করারও ব্যবস্থা থাকবে বলে
তাদেরকে অবহিত করেন। এ ব্যাপারে মেয়র সকলের সহযোগিতা কামনা করেন।
প্রেস বিজ্ঞপ্তি :