নিজস্ব প্রতিবেদক :-
চট্টগ্রাম নগরীতে হালিশহর আনন্দবাজার রেলওয়ে কোয়াটারের পাশেই রেলওয়ের জায়গা অবৈধ ভাবে দখল করে ঘর তৈরির অভিযোগ উঠেছে।
চট্রগ্রামে রেলওয়ের অবৈধ স্হাপনা উচ্ছেদ চলমান থাকা অবস্থায় বন্দর থানাধীন আনন্দবাজার এলাকায় বরাদ্দকৃত রেলওয়ে গ্র্যান্ড কোয়াটারের পাশেই রেলের জায়গা দখল করেই তৈরি হচ্ছে ঘর।
সরজমিনে দেখা যায় সতীস দের ছেলে নির্মল দে ও তার গংরা রেলওয়ের কোয়াটারের সামনে সাইডে – উওর সাইডে সরকারি জায়গায় দখলের মহোৎসব ও অন্যদিক অবৈধ স্থাপনা নির্মাণ।
রেলওয়ের অবৈধভাবে দখলকৃত সকল জমি উদ্ধার করা হবে বলে জানিয়েছেন রেলমন্ত্রী নুরুল ইসলাম সুজন।
গত(২৩ অক্টোবর) রেলমন্ত্রী এক বক্তব্যে বলেন, “রেলওয়ের সম্পত্তি দখল করে রাখার অধিকার কারো নেই। রেল কর্তৃপক্ষ তাদের সংস্কার ও উন্নয়ন কাজের জন্য সকল জমি অবৈধ দখলমুক্ত করে নিজস্ব ব্যবস্থাপনায় নিয়ে আসবে। তবে স্থানীয় প্রভাব বা রাজনৈতিক পরিচয়ে কেউ রেলওয়ের জমি অবৈধভাবে দখল করে গড়ে তুলে আর্থিক লাভবান হবে, সেটা করতে দেওয়া হবে না।
সরেজমিনে গিয়ে রেলওয়ের জায়গা দখল করে বাড়ী তৈরি করার বিষয়ে জানতে চাইলে নির্মল দের ভাই সুনিল দে বলেন, আমরা রেলওয়ের বিরুদ্ধে মামলা করেছি এই জায়গা আমাদের তাই দখল করে ঘর করছি।
এ বিষয়ে বাংলাদেশ রেলওয়ে পূর্বাঞ্চলের জি এম নাসির উদ্দিনকে বার বার মুঠোফোনে যোগাযোগ করে তাকে পাওয়া যায়নি।
বাংলাদেশ রেলওয়ে পূর্বাঞ্চলের প্রধান ভূ-সম্পত্তি কর্মকর্তা ইশরাত রেজা বলেন, ‘রেলের জায়গা সরকারি সম্পত্তি। ইতিমধ্যে রেলওয়ের বেশ কয়েকটা স্থানে অবৈধ স্থাপনা উচ্ছেদ করা হয়েছে। বন্দর এলাকায় রেলের অবৈধ স্থাপনা ও যত্রতত্র এ মাসের মধ্যে জায়গা উদ্ধারের অভিযান পরিচালনা করা হবে।