নিজস্ব প্রতিবেদক :-
চট্টগ্রাম নগরীতে সন্ত্রাস, মাদক ও মৌলবাদ বিরোধী বিক্ষোভ মিছিল ও সমাবেশে অনুষ্ঠিত হয়েছে। “ইতিহাস বিকৃতি প্রতিরোধ পরিষদ, চট্টগ্রাম মহানগর এর উদ্যোগে শুক্রবার বিকেলে এই আয়োজন করা হয়।
এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ আওয়ামী যুবলীগ কেন্দ্রীয় কার্যনিবাহী কমিটির সদস্য ও চট্টগ্রাম মহানগর আওয়ামী যুবলীগের তৃনমুল নেতাকর্মীদের প্রানের স্পন্দন দেবাশীষ পাল দেবু। এসময় তিনি সরকারের মাদক, সন্ত্রাসের বিরুদ্ধে শুদ্ধি অভিযানকে স্বাগত জানান। মিছিলটি আগ্রাবাদ সিডিএ ১ং হতে শুরু করে বাদামতলী মোড়, চৌমুহনী প্রদক্ষিণ শেষে আগ্রাবাদ বাদামতলী এসে শেষ হয়।
এতে অন্যান্যদের সাথে আরো উপস্থিত নগর যুবলীগ নেতা নজরুল ইসলাম ভূইয়া, মোঃলোকমান, ৯নং উত্তর পাহাড়তলী ওয়ার্ড় যুবলীগের সহ-সভাপতি মোহাম্মদ নুরুল ইসলাম রাসেল, যুবলীগ নেতা জুবায়ের হোসেন অভি,মোঃ হাবিব মিয়া, সিটি কলেজ ছাএলীগ নেতা মোঃ ইমতিয়াজ বাবলা , মোঃ ইকবাল, সজিবুল ইসলাম মাহমুদুর রহমান বাপ্পি প্রমুখ।