নিজস্ব প্রতিবেদক :-
করোনার প্রার্দুভাব ঠেকাতে সারাদেশ আজ লকডাউন। এর ফলে কর্মহীন হয়ে হতাশাগ্রস্ত জীবন-যাপন করছে ঘরবন্দী অনেক মানুষ। দেশের এই ক্রান্তিলগ্নে চট্টগ্রামের বিভিন্ন ওয়ার্ডে কর্মহীন দুঃস্থ, অসহায় ও নিম্ন আয়ের পরিবারের মাঝে খাদ্য সামগ্রী বিতরণ করেছেন বাংলাদেশ আওয়ামী যুবলীগ কেন্দ্রীয় কার্যনির্বাহী কমিটির সাবেক সদস্য দেবাশীষ পাল দেবু।
খাদ্য সামগ্রী বিতরনের বিষয়ে তিনি শুভ সকালকে জানান, মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা নির্দেশে ও যুবলীগের চেয়ারম্যান শেখ ফজলে সামস পরশ, সাধারণ সম্পাদক মাইনুল হোসেন খান নিখিলের নির্দেশনায় আমি এ পদক্ষেপ নিয়েছি।
সমাজের সকল রাজনৈতিক নেতা ও বিত্তবানদের মানবতার কল্যানে এগিয়ে আসার জন্য আহ্বান জানান তিনি।